প্রকাশের সময়: 07-05-2024 12:17:38 pm
চারদিকে পাহাড় এবং লেক বিশিষ্ট প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি হলো রাঙামাটি। তিন পার্বত্য জেলার মধ্যে লেক এবং পাহাড় উভয়ের মিশ্র সৌন্দর্য উপভোগ করা যায় রাঙামাটিতে।
এই রাঙামটির পাহাড়ি মনোরম এবং শান্তশিষ্ট পরিবেশে অবস্থিত রাবিপ্রবি ক্যাম্পাস!
কাপ্তাই লেক সংলগ্ন ও ঘণ সবুজের মাঝে থাকা রাবিপ্রবি ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলে একেক ঋতুর একেক রূপে, একেক সাজে। বর্ষায় দেখা মিলে লেকের পানির উপর দাঁড়িয়ে থাকা সিঙ্গেল ব্রীজ বর্ষায় ডুবে যাওয়া অবস্থায়, কখনো আবার দেখা মিলে গ্রীষ্মে শুকনো সবুজ মাঠের উপর! প্রকৃতি তার নিজস্ব রংতুলি দিয়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলে আপন কারুকার্যে। ক্যাম্পাসের প্রতিটি গাছে ফুল-ফলে পরিপূর্ণ হয়ে থাকে।
ক্যাম্পাসে দেখা মিলে হরেক রকমের আম, জাম, কাঁঠাল, পেঁপে, জামরুল এবং হরেক রকমের ফলাফলাদির গাছ। ছাএ-ছাএীরা কৌতূহলে প্রণোদিত হয়ে ক্যাম্পাসের গাছের মিষ্টি কাঁঠাল, লিচু সংগ্রহ করে থাকে।
৩৬ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
৪৭ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭১ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে