রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাস্কেটবল খেলা কে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
১৬ টি দল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্ত বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ খেলা শুরু হয়। এবং উক্ত খেলায় যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান এবং মার্কেটিং ফাইনালে অংশগ্রহণ করে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলা হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিলো ১৯। খেলার এক পর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে স্লেজিং করতে থাকে।
এ সময় হঠাৎ করে দু'পক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুঁড়ি করতে থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে খেলাটি স্থগিত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিছু শিক্ষক ও শিক্ষার্থী আহত হয় হলে জানা গিয়েছে।
এসময় খেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবির। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে শরীরচর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ আলী জানান, অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফাইনাল খেলাটি স্থগিত করতে হলো। পরবর্তীতে খেলা হবে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে কিনা আবার নতুন করে শুরু হবে সেটাও সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে। তিনি আরও বলেন, আমরা যদি এ অবস্থায় খেলা পরিচালনা করি তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ জন্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
৩৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৫ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৯ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে