দীর্ঘ সাত বছর পর গত শনিবার (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের অফিসিয়াল ফেইসবুক পেইজে ৩৯ সদস্যবিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (২২ অক্টোবর ২০২১) সকাল ১০টা থেকেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সংলগ্ন ছাত্রলীগের দলীয় ট্রেন্টে পদবঞ্চিত নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। এ সময় নব্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ফেইসবুকে পোস্ট করতে থাকেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটির কেউ ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান পদবঞ্চিতরা।
পরবর্তীতে দলীয় ট্রেন্ট থেকে ক্যাম্পাসে শোডাউন শেষ করে নব কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের আবাসিক হল মাদারবক্স হলে গিয়ে তার কক্ষে ভাঙচুর করেন।
পরে পরিবহন মার্কেটে ছাত্রলীগের এক কর্মীকে দেখে মারধর করেন । এসময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন, তাওহিদুল ইসলাম দুর্জয়, যুগ্ন-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, এছাড়া সাবেক সহ-সভাপতি কাজি আমিনুল হক লিংকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কাজী আমিনুল হক লিংকন এ কমিটিতে কোন পদ পাননি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এইচএসসি পাশ, ভুয়া সার্টিফিকেটধারী। যা ছাত্রলীগের গঠনতন্ত্রের বাইরে। তাই আমরা এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করছি এবং আবারও নতুন কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি।
সদ্যঘোষিত কমিটির সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় দাবি করেন, গত নভেম্বরে সম্মেলন হলে বাবু সেখানে প্রার্থীই ছিল না। কিছুদিন আগে সে রাজনীতিতে এসেছে। সাধারণ সম্পাদক গালিব অছাত্র, বিতর্কিত। এই কমিটিতে পিএইচডি এমফিল শিক্ষার্থীরা আছেন। তাদের নেতা কীভাবে ইন্টারপাস হয়?
সদ্য ঘোষিত বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। আমাদের ছাত্রলীগেরই কতিপয় নেতা নাকি কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে শুনলাম। আসলে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এমনটা করছে।'নবগঠিত কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নেতা খায়রুজ্জামান লিটন চিন্তাভাবনা করেই এ কমিটি দিয়েছেন। যারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাদের ব্যক্তি স্বার্থ রয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।
৩৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৫ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৯ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে