ট্রাম্পের দুই কর্মকর্তা আসছেন ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির শরীরের শক্তি বাড়াতে যে ৬ খাবার খাবেন চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দেশে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ডেরায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র ও গুলি জব্দ ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ফাঁসাতে গিয়ে দুই নারী জেল হাজতে তরুণ কবি আল আমিন- বিদ্রোহী ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ অনু্ষ্ঠিত। কুলিয়ারচরে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত মাদকমুক্ত তারুণ্যই হবে আগামীর বাংলাদেশ!!! ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়ালন্দে ব্লাড ডোনার ক্লাবের মশাল মিছিল। কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন প্রেমিক ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ অনুষ্ঠিত চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেরপুরে ২ ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা জনগণের মতামত নিতে ওয়েবসাইটের মাধ্যমে জরিপ করবে ঐকমত্য কমিশন চার সন্তানের মা পাগলী,বাবা হয়নি কেউ। যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সস এর বিজয় দিবস উদযাপন

ছবি: দেশচিত্র
১৬ ডিসেম্বর, ২০২৩ 'মহান বিজয় দিবস' উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সস এর আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে শহীদ মুক্তিযোদ্ধাসহ নারী-পুরুষ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করে বিজয় অর্জন করে। এই বিজয়ের ফলে বাংলাদেশ একটি সদ্যোজাত স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। তার মতে, ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় উপনিবেশিক শাসনের অবসান ঘটে। এই দ্বিতীয় উপনিবেশিক শাসনের সূত্রপাত হয় ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে। প্রথম উপনিবেশিক শাসনের সূত্রপাত হয়েছিল ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট নবাবের পরাজয়ের ফলে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা প্রায় ২০০ বছর তাদের উপনিবেশিক শাসন অব্যাহত রেখেছিল। ১৯৪৭ সালের ১৪ ও ১৫ আগস্ট পাকিস্তান ও ভারত রাষ্ট্রের জন্ম হলে জাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ব পাকিস্তান তথা বর্তমানে বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত হয়। বাঙালিরা মনে করেছিল পাকিস্তান রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কিন্তু তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের শাসকদের শাসন ও শোষণের ফলে পূর্ব পাকিস্তানের জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। পাকিস্তান রাষ্ট্রের শাসকদের জুলুম, অত্যাচার, নির্যাতন ও শোষণের ফলে পূর্ব পাকিস্তান একটা আধা-উপনিবেশিক রাস্ট্রে পরিনত হয়। এই উপলব্ধি এবং বাস্তবতার নিরিখে পূর্ব পাকিস্তানের সচেতন জনসাধারণ পশ্চিম পাকিস্তানী শাসকদের শোষণের হাত থেকে বিশেষ করে আধা-উপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে পাকিস্তানি সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি জান্তা সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনসাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, শহীদ ড. শামসুজ্জোহা ছিলেন পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলনে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সেই সময় ড. শামসুজ্জোহা স্যার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাকিস্তানি সামরিক শাসন বিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নেন। এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যাতে গুলি চালানো না হয় এই উদ্দেশ্যে প্রক্টর ড. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে উপস্থিত হন এবং পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদেরকে শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর জন্য বলেন। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা তাঁর কথায় কর্ণপাত না করে ড. শামসুজ্জোহার স্যারের উপর নির্বিচারে গুলি করে তাঁকে হত্যা করেন। শহীদ ড. শামসুজ্জোহা স্যার ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর বুলেটের আঘাতে তিনি শহীদ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে তাঁকে হত্যা করা হয়। শহীদ ড. সামসুজ্জোহা স্যারের কবর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থিত। শহীদ ড. শামসুজ্জোহা স্যারের এ আত্মত্যাগ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনেকেই জানেন না। একথা অনস্বীকার্য যে, ড. শহীদ শামসুজ্জোহার স্যারের হত্যাকান্ড পাকিস্তানের সামরিক জান্তা বিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। কেননা, জোহা স্যারের হত্যাকাণ্ডের ফলে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সামরিক জান্তা সরকার বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। যার পরিপ্রেক্ষিতে, জান্তা সরকার ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান আসামি শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তাঁর হত্যাকান্ড বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে জান্তা সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণের অনুপ্রেরণা যুগিয়েছিল। ফলে ড. শামসুজ্জোহার স্যারের হত্যাকান্ড বাংলাদেশের স্বাধীনতার অনুঘটক হিসেবে কাজ করেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক এবং তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা স্যারের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত "শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়েসায়েন্সেস" নামক প্রতিষ্ঠান রাজশাহীতে যাত্রা শুরু করে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও খবর