বর্ষবরণ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল ও চারুকলা অনুষদে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ উদ্ভিদ প্রদান করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ
সোমবার (১ জানুয়ারি ২০২৪) নতুন বছরের প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে বৃক্ষ রোপন করার মাধ্যমে এ কর্মুসুচি শুরু করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল হক টুটুল ও হলের কর্মকর্তা কর্মচারীগণ। এ ছাড়াও উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে ছিলেন প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা ও সৈয়দ আমীর আলী হলের আবাসিক শিক্ষার্থী তারিফ হাসান মেহেদী।
এ কর্মসূচি পালন শেষে জনাব মাহবুবুল হক পলাশ জানান, আমি আমীর আলী হল ও চারুকলায় প্রায় শতাধিক বৃক্ষরোপণ করেছি, তন্মধ্যে উল্লেখযোগ্য প্রজাতির কিছু উদ্ভিদ রয়েছে, নীল কৃষ্ণচূড়া বা জ্যাকারান্ডা,আগর,ক্যাশিয়ালুডুসা, বকুল ও টগর। গাছগুলো আমি বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে দিয়েছি, এবং এরই মাধ্যমে স্মরণীয় একটি নতুন বছরের সূচনা করেছি।বি
এসময় সৈয়দ আমীর আলী হলের পক্ষ থেকে মাহবুবুল ইসলাম পলাশকে সম্মাননা স্মারক তুলে দেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল হক টুটুল, হলের কর্মকর্তা ও কর্মচারীগণ।
৩৩ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৫ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে