দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থী।
সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে যশোরের অভয়নগরে বছরের শুরুতেই বই বিতরণ উৎসব-২০২৪ পালিত হয়েছে। অভয়নগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব-২০২৪ উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি ও আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. মারুফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী নাহিদা সুলতানা প্রমুখ। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী আজ সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোর ন্যায় অভয়নগরে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। নতুন বই মানে আনন্দ, আর নতুন অনুপ্রেরণা। তাই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে