যশোরের অভয়নগর উপজেলায় প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আলোর মুখ দেখা যাচ্ছে না। সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
যার কারণে সকাল থেকেই এলাকা অন্ধকার। প্রচণ্ড শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। একটানা ৪-৫ দিনের শৈত্যপ্রবাহের পর শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষের কর্মজীবন স্থবির হয়ে পড়েছে।
জনবহুল অভয়নগর উপজেলার নওয়াপাড়া শহরে মানুষের আনাগোনা ছিলোনা বললেই চলে।
এদিন ভোর থেকেই যশোরের অভয়নগরে বৃষ্টি শুরু হয়। চলে সকাল ১০টা পর্যন্ত। কনকনে শীতের সাথে এ বৃষ্টিতে মানুষ কাহিল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও অফিসগামী মানুষকে। স্থবির হয়ে পড়েছে গোটা জনজীবন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোররাতেই যশোরে আকাশ কালো হয়ে ওঠে। এরপর ভোর সাড়ে ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। কিছুটা থেমে যা চলে সকাল ১০টা পর্যন্ত।বৃহস্পতিবারের (১৮ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে অনুযায়ী গত রাতেই বৃষ্টির ছোঁয়া লেগেছে আর সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রাস্তায় লোকজনের চলাচল ছিলো খুবই নগন্য।সকালে বাজারের দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।
এদিন সকাল ৬টায় যশোরএলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।
এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক বৃষ্টিপাত হতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে