যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে যেয়ে পা পিছলে পড়ে গিয়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বিকেলে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে। দুর্ঘটনা ঘটার পর মৃত শেখ মারুফ হোসেন কে দেখার জন্য উৎসুক জনতা রেল স্টেশনে ভিড় করতে থাকে এমন ভাবে কেটেছে যে বিভৎস চেহারা কেউ দেখে সহ্য করতে পারছিলো না। ফলে উপস্থিত লোকজন প্লাস্টিক কাপড় দিয়ে ঢেকে রাখে।
রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে যেয়ে পা পিছলে নীচে পড়ে যান শেখ মারুফ হোসেন। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তার পরিচয় শনাক্ত হয়।
নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশ অবহিত হয়েছেন,ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে