চালের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে নড়েচড়ে বসেছে সরকার। এখন থেকে আর কোনো ধরনের সুযোগ পাবেন না অসৎ ব্যবসায়ীরা।
যশোরের অভয়নগরে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানী লাইসেন্স না থাকা ও মজুদকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো দন্ড দেওয়া হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।’অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই প্রয়োজনে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেআইনি মজুতকারীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভয়নগরে প্রশাসনের সোচ্চার ভূমিকায় জনসাধারণ সন্তুষ্ট প্রকাশ করছেন।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে