উৎসবমুখর পরিবেশে সারা দেশের ন্যায় অভয়নগরে ২ দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদে চত্বরে এ বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে ফিতা কেটে, পায়রা ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল কাসেম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমাজ সেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান, নির্বাচন অফিসার মো হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা,মুশফিকুর রহিম,বি আর ডিবি কর্মকর্তা মেহেদি হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি বিজ্ঞান বিষয়ক স্টল ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
অতিথিবৃন্দ মেলায় আগত সকল স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের আবিষ্কারের কথা শোনেন ও প্রশংসা করেন।শিক্ষার্থীদের ভুল হলে তাদের বকা না দিয়ে ভুলটা কে বুঝিয়ে দিয়ে অনুপ্রেরণার দিয়ে তাদেরকে আরো উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।
২ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ৫৩ মিনিট আগে
৪ দিন ৫৭ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে