যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে এ রহমান পরশ অটো রাইস মিল সংলগ্ন গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি নিয়মে আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। অথচ আকিজ এসেনসিয়ালস লিমিটেড নামে একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কয়েকটি গুদামে প্রায় ৬ মাস ধরে রাখা ২ হাজার ৪৬ মেট্রিক টন গোটা মসুর, ৪ হাজার ৯২৯ মেট্রিক টন মটর ডাল ও ৩১ মেট্রিক টন গম পাওয়া যায়। যা পোকায় খেয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া মেসার্স সৈনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামে ৩ হাজার মেট্রিক টন গম পাওয়া যায়। যে গম প্রায় ৬ মাস ধরে গুদামে আটকে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারায় আকিজ এসেনসিয়ালস লিমিটেড কর্তৃপক্ষকে ২ লাখ ২০ হাজার টাকা ও একই আইনে মেসার্স সৈনিক ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত পণ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সমন্বয়ে আগামী ৩ দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানা এ এস আই আলমগীর হোসেন সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্বস্থি প্রকাশ করেছে জনগন।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে