যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী পুড়াখালী তা'লীমুল কুরআন মাদ্রাসায় আল্লাহর রহমত চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এশার নামাজের পর মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিম উদ্দিনের উদ্যোগে মাদ্রাসার কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার আলেম সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকদের কে নিয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ শেষে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন।
সেই সঙ্গে এলাকার মানুষের মাথার ঘাম পায়েলে ফালানো ফস যাতে সুন্দরভাবে ছহি-সালামতে ঘরে তুলতে পারে সে জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এরশাদুল উলুম কারিমিয়া মাদ্রাসা মুহতামিম মুফতি আজিম উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন জামিয়া কারিমিয়া প্রেমবাগ কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম,হাফেজ আব্দুর রহমান ও অন্যান্য শিক্ষক বৃন্দ।দোয়া শেষে মাদ্রাসার কোমলমতি কোরআনের পাখিদের সঙ্গে সকল মুসল্লীদের খানা খাওয়ার ব্যবস্থা করা হয়।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে