বৈশাখের রেকর্ডভাঙ্গা তীব্র তাপপ্রবাহের মাঝে অবশেষে মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে কোথাও কোথাও আঘাত হেনেছে ঝোড়ো হাওয়া।দীর্ঘ দিন তীব্র দাবদাহের পর অবশেষে যশোরের অভয়নগরে দেখা মিলেছে বৃষ্টির।
সোমবার (৬ মে) বিকেলে সাড়ে ৫টার পর যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ বৃষ্টি হয়। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা।গত ১১ এপ্রিলের পর থেকে যশোরের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। যশোরে ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন। সকালে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে সোমবার বিকেল থেকেই অভয়নগরের আকাশে কালো মেঘ ছেয়ে যায়। এরপর শুরু হয় হালকা ঝড়ো বাতাস। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি। শীতলতা নেমে আসে সর্বত্র।
তবে আকস্মিক বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা। বিভিন্ন এলাকায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েচ্ছে আবার কিছু কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।
বিভিন্ন স্থানে গাছের ডাল-পালা ভেঙে পড়ে থাকতে দেখা গেছে। ঝড়ের পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। কিছু কৃষকের জমিতে হালকা পানি জমে থাকতেও দেখা গছে,ফসলের জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সকালে কৃষকদের মাঠে নামতে দেখা যায়।
২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ৫৬ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে