যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স— এ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান ও সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুর রহমান রিজভি। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ উত্তীর্ণ ভবনের বেহাল দশা ও চিকিৎসা প্রত্যাশী রোগীদের সঠিক সেবার নিশ্চয়তা, টেষ্ট বাণিজ্য, দালাল চক্র, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, সরকারি হাসপাতাল মানুষের একটি বিশ্বাসের জায়গা। কিছু মানুষ বিশ্বাসের জায়গাটিকে পুজিঁ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আগে মানুষ কিছু হলে সরকারি হাসপাতালে ছুটে আসতেন কিন্তু এখন আর আসতে চান না ,তার কারণ হচ্ছে মানুষের বিশ্বাসের স্থান টি হারিয়ে গেছে। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে যা করা লাগবে আমি তাই করতে চাই। তাতে আমার যাই হয়ে যাক না কেন। তিনি আর বলেন ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনটি ১৯৭০ সালে তৈরি এবং ইতোমধ্যে নয় বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই নয় বছরে মধ্যে হাসপাতালের কক্ষগুলো থাকবার অনুপযোগী হয়ে পড়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের রয়েছে জীবনের ঝুঁকি। ভবনের এই করুন দশায় চিকিৎসা নিতে আসার রোগীদের জীবন নাশের ঝুঁকির রয়েছে । এছাড়াও হাসপাতালে ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ১৩ জন যেখানে শূন্য পদ রয়েছে ১৬ জন। তৃতীয় শ্রেণীর কর্মকর্তা—কর্মচারী ৯৬ জন থাকার কথা থালেও কর্মরত রয়েছে ৫১ জন । পরিষ্কার—পরিচ্ছন্ন কর্মচারী ২৯ জন থাকার কথা থাকলেও রয়েছে ১৩ জন । হাসপাতলে সবথেকে বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রয়োজন হয়ে থাকে এবং সেই পদ গুলোই অধিকাংশ শূন্য। আগামী তিন মাসের মধ্যে উক্ত শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে তিনি জানান। এ সকল বিষয় উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও আগামী মাসের মধ্যে এসকল বিষয়ে সমাধানে কাজ করবেন বলে তিনি যানান। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
১ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৭ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে