বগুড়ার আদমদীঘি উপজলার সান্তাহারে ডাকাতির প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ তিন জনকে আটক করেছে ফাঁড়ি পুলিশ । ১৯ জুন (সোমবার) দিবাগত রাত ৩টায় সান্তাহার সাহেবপাড়ার পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের নিকট থেকে নওগাঁ সদর উপজেলার জাগেরশ্বর হঠাৎপাড়া এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫), কিত্তীপুর গ্রামের বদির উদ্দীন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) এবং হাট নওগাঁর রিয়াজ উদ্দীন শেখের ছেলে আজিজুল হক খোকন (৪২) কে আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
থানা সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ একটি পরিত্যক্ত রেস্ট হাউজের কাছে উল্লেখিত ব্যক্তিরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক পূর্বক তাদের নিকট থেকে ধারালো বার্মিজ ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, হাতুড়ী, রশি উদ্ধারসহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানায়, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে