আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিরা বাংলা ও ইংরেজী রচনা প্রতিযোগিতা, তাৎক্ষণিক অভিনয়, কবিতা আবৃত্তি, ইংরেজী বক্তব্য, রবীন্দ্র, নজরুল ও ভাটিয়ালী গান, লোক ও উচ্চাঙ্গ নৃত্য. পবিত্র কোরআন, হামদ-নাত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। বিচারকের দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আঃ গফফার, সরকারি কলেজের প্রভাষক আকতারুজ্জামান প্রিন্স, প্রভাষক বাকী বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, শিক্ষক সেলিনা পারভিন, মোস্তাহিদুর রহমান, সঙ্গীত শিল্পী সঞ্জয় কুমার প্রমুখ।
২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২৩ মিনিট আগে