আশাশুনি উপজেলার দরগাহপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে দরগাহপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক এর নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের অংশ হিসেবে ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চৌকস মেডিকেল অফিসার এবং দরগাহপুর ইউনিয়নের স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে ক্যাম্প পরিচালনা করা হয়। মাসিক ফ্রী মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক সাধারণ ও বিভিন্ন পর্যায়ের রুগীদেরকে সেবা প্রদানসহ ৭৩ জন ভায়া (জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার) রুগীকে পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।