আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজার গরুহাটের ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে হাট বাজার ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০ টায় কমিটির স্থায়ী কার্যালয়ে এ সভার অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলুর সঞ্চালনায় সভায় ইজারাদার সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সরদার, গরু ব্যবসায়ী কমিটির সভাপতি তোপাত আলী গাজী, ব্যবসায়ী মাহবুব সরদার, খোকন আলি, আজগার আলী সরদার, আমির হোসেন, মহিদ আলি, ওমর আলী, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য শহিদুল ইসলাম, মেহেদি হাসান বিপুল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, লেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ইজারাদাররা ব্যবসায়ীদের থেকে সর্বনিম্ন পাস খরচ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ব্যবসায়ীরা আগের মতো বাজারে গরু উঠাবেন বলে জানান।