তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতি বছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। গত সোমবার (২৯ মে) বেলা ১১ টায় উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা সাইক্লোন শেল্টারে দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট, এইড ফাউন্ডেশন, গণচেতনা ফাউন্ডেশন, সিডো, মিডা, সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা, ডুইডো ও মৌমাছির যৌথ উদ্যোগে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার সিনিয়র কর্মকর্তা শ্যামল কুমার মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন, ডা: অসীম কুমার বিশ্বাস, ডাঃ প্রকাশ সরকার, প্রভাষক বরুন মল্লিক, মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, সহকারী প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন। তামাক চাষীদের জন্য বিকল্প ফসল উৎপাদন এবং বাজারজাতকরণের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের টেকসই, পুষ্টিকর ফসল চাষে উৎসাহিতকরনের লক্ষ্য নিয়ে এবছরের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে “তামাক নয়, খাদ্য ফলান”।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে ধ্বংসের উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে কয়েকটি তামাক কোম্পানী ভেপিং/ই-সিগারেটকে প্রসার ও প্রচারের অপচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য এ বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ এর নির্দেশনা রয়েছে যে, জনস্বার্থে সরকার নতুন কোনো তামাক শিল্পকে লাইসেন্স প্রদান করবে না। মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে ভেপিং/ই-সিগারেট আমদানি, বিক্রয় ও বিপনন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা সময়ের দাবি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রীতম কুমার সরকার, শিক্ষক পরাগ মল্লিক, শিক্ষক কানাল মন্ডল, শিক্ষক মৃত্যুঞ্জয় ঢালী, শিক্ষক সুশান্ত কুমার দাশ, হরেন্দ্র নাথ সরকার, মুকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।