আশাশুনিতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। পিবিজিএসআই প্রকল্পের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে কর্মশালার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, সাবেক চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, অধ্যক্ষ মুজিবর রহমান, ড. আবুল হাসান, গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিবিজিএসআই প্রকল্পের স্কিমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুল. কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানগণ অংশ নেন।
২২ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ দিন ২৮ মিনিট আগে