আশাশুনিতে জমি জায়গার বিরোধ নিয়ে বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা ভাংচুর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মহিলা মেম্বারসহ ৩ জন আহত হয়েছেন। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বয়ারসিং গ্রামে এ ঘটনা ঘটে।
বয়ারসিং গ্রামের মৃত নিত্যাননন্দ মন্ডলের ছেলে চিকিৎসক তপন কুমার মন্ডল বাদী হয়ে একই গ্রামের অজয় মন্ডলের ছেলে মাইকলে, চিত্তরঞ্জন মন্ডলের ছেলে রিপন, মত প্রফুল্ল মন্ডলের ছেলে চিত্তরঞ্জন ও অজয়, অজয়ের স্ত্রী ফেলি, চিত্তরঞ্জনের স্ত্রী গেন্দাসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামীদের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ আছে। এনিয়ে বাদী আদালতে মামলা করেন এবং বিজ্ঞ আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন। এতে প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বাদীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করাসহ খুন জখমের ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসাবে ২৯ মে দুপুরে প্রতিপক্ষ দা, বাঁশের লাঠি, রড, শাবল নিয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে বাদিকে অতর্কিতে হামলা করে রক্তাক্ত জখম ও পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার স্ত্রী মহিলা মেম্বার নীলিমা রানী স্বামীকে ঠেকাতে গেলে তাকেও মারপিট, শ্লীলতাহানি, গলায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদী ভাগ্নে সমরেশ মল্লিক ঠেকাতে গেলে বেদম মারপিট ও পায়ের গোড়ালিতে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ৮০ সহ¯্রাধিক টাকার ক্ষতি করা হয়। স্বাক্ষীরা ও স্থানীয় লোকজন এগিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকী দিয়ে হামলাকারীরা কেটে পড়ে। আহতদের থানাপুলিশকে দেখিয়ে চিকিৎসা গ্রহন ও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।