আশাশুনিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় দাতা সংস্থা শেয়ারের অর্থায়নে ডঐঐ এর সহযোগিতায় ওহপৎবধংবফ জবংরষরবহপব ভড়ৎ ডড়সবহ ঃযৎড়ঁময ঃযব চৎড়ারংরড়হ ড়ভ ডঅঝঐ ঝবৎারপবং প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর ররহমান। বিশেষ অতিথি ছিলেন হেড অব প্রজেক্ট জিয়াউল হক, উত্তরণ এইচআর কোঅর্ডিনেটর রিয়াজ আহমেদ রাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। কর্মশালায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আশাশুনি হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর হাজী আবু দাউদ ঢালী, শ্রীউলা ও আনুলিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, মহিলা কলেজ পরিদর্শক ইয়াহিয়া ইকবালসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, উত্তরণের এডমিন রিয়াজ আহমেদ রাজ। ২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার টাকা বাজেটে এপ্রিল ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মেয়াদী প্রকল্পের মাধ্যমে ৮ টি গভীর নলকুপ, ৮ টি কমিউনিটি টয়লেট স্থাপন, ২৫০০ জন উপকারভোগীকে হাইজিন কিট, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ঋতুকালীন নিরাপদ স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে ধারনা প্রদান করা হবে বলে জানান হয়।