আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি) বলেন, দেশ আজ সব দিকে স্বয়ং সম্পুন্ন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রত্যেকটি সেক্টরে সরকার উন্নয়ন করে যাচ্ছে। সরকার পহেলা জানুয়ারীতে সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছেন, ঘরে ঘরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রতিটি ওয়ার্ডে নির্মান করেছেন কমিউনিটি ক্লিনিক, প্রতিটি উপজেলায় মুসুল্লীদের জন্য নির্মান করেছেন উপজেলা মডেল মসজিদ, গৃহহীনদের দিয়েছেন প্রধান মন্ত্রীর উপহার একটি করে জমিসহ বসতঘর, ঘরে ঘরে পৌছে দিয়েছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা। এছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে দেওয়া হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, শিক্ষা অনুদান, প্রতিবন্ধী ভাতা, রেশনের স্বল্প মূল্যের এবং বিনা মূল্যের ৩০ কেজি করে চাউল, ব্রীজ, কালভার্ট, রাস্তা ঘাট, সাইক্লোন শেল্টার, স্কুল, কলেজসহ এমন কোন সেক্টর নেই যে, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোড়া পৌছায়নি। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ব্যহত করতে এক শ্রেণির রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। দেশের মানুষ আজ সোচ্চার হয়েছে, বুঝতে শিখেছে। সাধারণ মানুষ আজ তাদের অধিকার আদায় করতে বুঝে গেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি তিনি আহবান জানান।
১ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ৫৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে