আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে শতবর্ষী বৃদ্ধা মরিয়ম বিবি
ইন্তেকাল করিয়াছে।(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ১০২ বছর।
পারিবারিক সূত্রে জানাগেছে,
বয়সের ভরে দীর্ঘ কয়েক মাস যাবত শয্যাশায়ী ছিলেন মৃত মোহর আলীর স্ত্রী
মরিয়ম বিবি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ভোর ৪টার দিকে নিজ বাড়িতে
তিনিনশেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ জোহর কুল্যা বাইতুল আমান জামে
মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি
করেন মাওঃ আব্দুল আলীম। এসময় কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ
গাজী, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি স ম এবাদুল হক, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
এসকে হাসান, দপ্তর সম্পাদক শেখ বাদশা, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির
সভাপতি রফিক আহমেদ, অবঃ সেনা সদস্য আব্দুল মান্নান, ডাঃ আলহাজ্ব আব্দুল
হামিদ, কুল্যার মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক এসকে রাজা, সমাজ সেবক
রুস্তম আলী, তমেজ উদ্দিন গাজী, আলী মনছুর, ইদ্রিস আলী, মরহুমার পুত্র
সন্তান, আত্মীয়-স্বজনসহ এলাকার সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজে
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।