দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে আশাশুনি উপজেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কার্যক্রমের সুপারভাইজার জোবায়ের হোসেন, মীর ইমতিয়াজ হোসেন ও রাজিন সালেহ কুকুরকে টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচনা রাখেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাহিয়ান হাবিবের সঞ্চালনায় সভায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডাঃ এস এম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ দিপন বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ আলোচনা রাখেন।
সভায় জানানো হয় উপজেলার সকল ইউনিয়নে বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। উপস্থিত সবাই নিজ নিজ অবস্থানে থেকে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কর্মসূচি সাফল্য মন্ডিত করার মাধ্যমে উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে