লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন উখিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩ বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু। উল্লাপাড়ায় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সেনাবাহিনীর অভিযান অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপিজির দাম মধুপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত লালপুরে অতিরিক্ত ভাড়া আদায়: তিন পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা শার্শায় জেলা পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন টানা ৯ দিনের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

আশাশুনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আশাশুনিতে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজৈনতিক দল, বিভন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হয়। 


উপজেলা প্রসান ও উপজেলা পরিষদ ঃ একুশের প্রথম প্রহরে সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর একে একে  অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক মুক্তিযোদ্ধা! কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, বঙ্গমাতা ব্লাড ব্যাংক, আশাশুনি বাজার বণিক সমিতি, সমবায় সমিতি, দলিত সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭.৩০টায় প্রভাত ফেরী, ৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, বাদ যোহর ও সুবিধামত সসয়ে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা পরিচালনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দিবস পালন করা হয়।

আশাশুনি উপজেলা জাতীয় পার্টি ঃ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, প্রবাতফরীতে অংশ গ্রহন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, সহ সভাপতি নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক আঃ মান্নান, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, যুব সংহতি সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী এমেকুল ইসলাম, আঃ রাজ্জাক, আঃ আলিম, নজরুল ইসলাম, ইউসুফ আলী, অলীদসহ ছাত্র সমাজ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বুধহাটা এবিসি কেজি স্কুল ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা, কবিতা আবৃতি সহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সার্বিক ব্যবস্থাপনায় দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বুধহাটা কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংবাদিক ইয়াছিন আরাফাত ডেনিস, শেখ বাদশা, ব্যবসায়ী আমিনুর রশিদ, শিক্ষক শেখ আক্তারুল ইসলাম, আছাফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এপিএস ডিগ্রী কলেজ ঃ ভাষা শহীদদের স্মরণে শহীদ মীনারে পুষ্পমাল্য আর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন, প্রভাতফেরী, কালোব্যাজ ধারন ও সমাবেশ করা হয়। কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্ণিং বডির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম ও শেখ জাকির হোসেন, শিক্ষকমন্ডলী, গভর্নিং বডি সদস্য ও ছাত্রছাত্রীবৃন্দ করবমসূচিতে অংশ নেন। কলেজের শহীদ মীনারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জালাল উদ্দিনের পক্ষে এবং আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ সুমন হোসেনের পক্ষে পৃথক পৃথকভাবে মাল্যদান করেন ছাত্রলীগের মোঃ বাচ্চু, মোঃ নাঈম হোসেন, আল মামুন, রায়হান হোসেন প্রমুখ। 

আরও খবর