আশাশুনি উপজেলার খাজরায় বিয়ের দাবিতে অনার্স পড়ুয়া এক নারী
প্রেমিকের বাড়িতে অনশন করে চলেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি
করেছে।
অনশনরত নারী যশোর জেলার মনিরামপুর উপজেলার
হাটগাছা গ্রামের হিন্দু পরিবারের কন্যা রানী (ছদ্মনাম) বিয়ের দাবিতে খাজরা
ইউনিয়নের গজুয়াকাটি গ্রামের সুবোল সরকারের ছেলে সমীরণ সরকারের বাড়িতে অনশন
করছেন।
রানী জানান, প্রায় তিন বছর আগে খুলনা বিএল
কলেজে পড়াশুনাকালীন সমীরনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের
আশ্বাস দিয়ে একাধিকবার তাদের (মেয়ের) বাড়িতে গিয়েছে। সম্প্রতি তার সাথে
যোগাযোগ না রাখায় এবং সঠিক ঠিকানা না দেওয়ায় বিপাকে পড়েন তিনি। মোবাইল ফোনে
ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের কথোপকথনের তথ্য দেখিয়ে তিনি বিয়ে না হওয়া
পর্যন্ত এখানে অনশন করবে বলে জানান।
সমীরনের মা
জানান, তার ছেলে বাড়িতে নেই। সে কোথায় আছে কোন যোগাযোগ নেই। ছেলে বলেছে তার
সাথে শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল। কখনও তাকে বিয়ের আশ্বাস দেয়নি।
এলাকাবাসী দ্রুত স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আশাশুনি থানার মাধ্যমে ঘটনার সমাধান দাবী করেছেন।