আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দীর্ঘদিন পরে ব্যালটের মাধ্যমে ১১মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে। বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রæতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।ভোটারাও বাজারের কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রæতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন আশাশুনির বুধহাটা বাজার এলাকা। এবারের নির্বাচনে সাধারন সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।সাধারন সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন,আনারস প্রতীক নিয়ে মোঃ নুরুজ্জামান জুলু,হরিণ প্রতিক নিয়ে মোঃ মন্জুরুল ইসলাম মহিদ,ছাতা প্রতীক নিয়ে মোঃ আশরাফুল ইসলাম।চার টি সদস্য পদের বিপরীতে নির্বাচন করছেন দশ জন প্রার্থী।দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মোঃ হাফিজুল ইসলাম,ফ্যান প্রতীক নিয়ে মোঃ শহিদুল ইসলাম,ফুটবল প্রতীক নিয়ে মো আজিজ,মোরগ প্রতীক নিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন,তালা চাবি প্রতীক নিয়ে মেহেদী হাসান বিপুল,ব্যাট প্রতীক নিয়ে লেদ মিলন,আপেল প্রতীক নিয়ে আরিফুল ইসলাম,মাছ প্রতীক নিয়ে কেসমত আলী,টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ আব্দুল মান্নান,কলস প্রতীক নিয়ে মোঃ মোস্তাক নির্বাচন করবেন। বাজারব্যবস্থাপনা কমিটির গঠনতন্ত্র অনুযায়ী বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু সভাপতি নির্বাচিত হবেন।বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলে জানান।এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনের বৈতরনী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার উপজেলা ভাইসচেয়ারম্যান অসীম বরন চক্রবর্ত্তী বলেন,নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। ওইদিন সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন করা হবে বলে জানান তারা।এ নির্বাচনে ৯৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরা।
১ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৫৮ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে