আশাশুনি উপজেলার বুধহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বুধহাটা বাজারের খেয়াঘাট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ইউপি সদস্য ফিরোজ হোসেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ নেতা সামছুজ্জামান রাজু, ছাত্রলীগ নেতা আকাশ হোসেন, ইমন হোসেন, আজহারুল ইসলাম, হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদী হাসান বিপুল, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিলন হোসেন প্রমুখ। সবশেষে জন্মদিনের কেক কাটা হয়।