লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন উখিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩ বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপিজির দাম মধুপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত লালপুরে অতিরিক্ত ভাড়া আদায়: তিন পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা শার্শায় জেলা পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন টানা ৯ দিনের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ পিরোজপুরে ব্যবসায়ীকে ষড়যন্ত্র ও হয়রানীমুলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন পীরগাছায় চাদাঁবাজদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আশাশুনিতে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর আশাশুনি থানা চত্বরে ৩১ বার তোপধ্বনী প্রদান করা হয়। সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, জাতীয় পার্টি, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, পূজা উদযাপন পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আশাশুনি বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মাল্যদান শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। সকাল ৯টায় আশাশুনি সরকরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহামনের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ।
আশাশুনি সরকারি কলেজ ঃ জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন, কলেজ চত্বর থেকে র‌্যালি সহকারে শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য দান, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজে অংশগ্রহন, কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রভাষক হোসেন আলী, জাকির হোসেন ভুট্টো, শাহাদাৎ হোসেন টিটল, ইছাহাক আলী, আকতারুজ্জামান প্রিন্স, শিরিন বাহার যুথীসহ কলেজের প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
আশাশুনি উপজেলা কৃষক লীগ ঃ শহীদ স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সবায় বক্তব্য রাখেন, সমবায় সম্পাদক আইয়ুব আলী সরদার, মহিলা সম্পাদক রাবেয়া খাতুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, খাজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক রবিউল ইসলাম সবুজ, হাফিজুল ইসলাম খোকন সহ সমর্থক বৃন্দ।
ইসলামিক ফাউন্ডেশন আশাশুনি ঃ দিবস উদযাপনের লক্ষ্যে পবিত্র কোরআন খতম, স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দেয়া অনুষ্ঠান করা হয়। ফিল্ড সুপার ভাইজার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, মুক্তাজুল হক। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুল গফফার।
কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। এড. দেবাশীষ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ। শিক্ষক নিতাই কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফিরোজা খাতুন, এসকে রাজা, আশাশুনি প্রেসক্লাব সদস্য জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সুজন হোসেন, রেহেনা খাতুন, সিরাজুল ইসলাম, শিক্ষক আনারুল ইসলাম, দেবব্রত মুখার্জী, অঞ্জলী ব্যানার্জী,  লীলাবতি পাল, শিরিনা খাতুন, তারাবা, আফরোজা, রুবিয়া প্রমুখ।

Tag
আরও খবর