আশাশুনি উপজেলার বুধহাটায় স’ মিল ব্যবসায়ীকে পিটিয়ে জখমের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। গত ১ এপ্রিল বুধহাটা বাজার সংলগ্ন বকুলতলা নামক স্থানে এঘটনা ঘটে। ব্যবসায়ী কিরণ কুমার বাদী হয়ে থানায় ৪(৪)২৩ নং মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধহাটা গ্রামের কিরণ কুমার আঢ্য বকুলতলা স’ মিল ব্যবসা পরিচালনা করে থাকেন। মিলের পাশে মৃত মানিক সরদারের ছেলে আব্দুল মালেক ফার্নিচারের ব্যবসা করেন। আব্দুল মালেক মিলের সামনে একটি দোকান ঘর ভাড়া নিলে ভাড়া বাকী পড়ে যায়। তিন মাসের ঘর ভাড়া ও মিলের কাঠ কাটার বাকি টাকা চাইলে ক্ষুদ্ধ হয়ে ওঠেন ব্যবসায়ী আব্দুল মালেক। এ সময় ফার্নিচার মিস্ত্রি জাহাঙ্গীর ও আব্দুল মালেক কাঠের রো দিয়ে কিরণ কুমারকে এলোপাতাড়ী মারপিট শুরু করলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা আহত কিরণকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ৫ মিনিট আগে