আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে নেশাগ্রস্ত সন্তানের
বিরুদ্ধে পুলিশে অভিযোগ করায় সন্তান কর্তৃক পিতাকে মারধর ও নিজের বাড়িতে
বিচুলীর গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে বেউলা সড়কগামী
শ্বেতপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে।
বিষয়টি জানতে পেরে
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন এর নেতৃত্বে আশাশুনি
ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে
আনেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন (২৬)
দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই
সোহান হোসেন জানান, মাদকের মরণ ছোবলের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে
পিতা শহিদুল ইসলাম বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের বিষয়টি জানতে পেরে মাদকাসক্ত ছেলে ইমরান হোসেন তার পিতাকে মারধর
করে। একপর্যায়ে বাড়ির সীমানায় থাকা বিচুলীর গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটায়। ফায়ার সার্ভিসে সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত
ইমরান হোসেনকে আটকের চেষ্টা অব্যহত আছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুঃ ৩০ হাজার
টাকার বিচুলীর ক্ষতি সাধন হয়েছে বলে জানাগেছে।