রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর চূড়ান্তপর্বের আসর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি।
মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বেলুন ও ফেস্টুন উড়ান রাসিক, শিক্ষামন্ত্রী সহ অতিথিবৃন্দ। এর শিক্ষার্থীদের পরিবেশনায় প্রদর্শিত হয় এক মনোমুগ্ধকর ডিসপ্লে।
৪১০ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৪১০ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৪১৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১৫ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪১৫ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে