চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার মূলহোতাসহ ০২ জন পলাতক আসামী গ্রেফতার
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণকারী, খুনি, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আপনারা সকলে অবগত আছেন যে, গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ডাঙ্গাপাড়া গ্রামে ১। মোঃ নজরুল ইসলাম গাওরা, ২। নওশাদ গাওরা, উভয় পিতা-মৃত আনজাদ, সাং-মরুগ্রাম ডাঙ্গাপাড়া, পোঃ ঝিকরা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী একই গ্রামে ১। রহিদুল, ২। জামাল, উভয় পিতা-মৃত সাগর উদ্দিন, সাং ডাঙ্গাপাড়া, পোঃ ঝিকরা, থানাঃ বাগমারা, জেলাঃ রাজশাহী একটি সরকারি জমি’কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
৩। সপ্তাহখানেক আগে ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরেন নজরুল ইসলামের ভাতিজা মনোহার হোসেন। মনোহার গত ০২/০২/২০২৪ খ্রিঃ তারিখ শুক্রবার সকাল ১০টার দিকে নজরুলের লিজ নেওয়া পুকুর পাড়ে নিজেদের সরিষা ক্ষেতে যান। এ সময় প্রতিপক্ষ রহিদুলের লোকজন মনোহারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে তারা মনোহারকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে মনোহারকে উদ্ধার করে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন তার পরিবারের লোকজন। এ নিয়ে দিনভর দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
৪। এ দিকে মনোহারের আহত হওয়ার খবর পেয়ে তাকে ঢাকা থেকে দেখতে আসেন তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনি। তারা একই তারিখ-০২/০২/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক-০৮.০০ ঘটিকার সময় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে মনোহারকে দেখতে যান। রোগী দেখে সিএনজি যোগে মনোহারের বাড়ির দিকে তার চাচাতো ভাই ইমরান এবং সহকর্মী সোহাগ ও রনিসহ রওনা দেয় এবং জনৈক মোঃ ফরিদ উদ্দিন, পিতা-মৃত কাজিম উদ্দিন, সাং-মরুগ্রাম ডাঙ্গাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী এর বসতবাড়ির গেটের সামনে আসলে মামলার ঘটনাস্থলে উক্ত লোকজনের উপস্থিতি দেখলে এলাকার লোকজন মনে করে কে বা কাহারা এসব লোকজনকে ভাড়া করে নিয়ে এসেছে। একই তারিখ রাত্রী-০৯.৪৫ ঘটিকায় নজরুল ইসলাম গাওরা ও তার ভাই নওশাদ গাওরা ঘটনাটি অন্যভাবে প্রভাবিত করার জন্য তাদের লোকজন নিয়ে হামলা করে এতে অত্র মামলার ভিকটিম মৃত সোহাগ(২২), পিতা- শরিফুল ইসলাম, সাং- আরশিংগাড়ী, থানা-মনিরামপুর, জেলা-যশোর‘কে লোহার শাবলের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হলে ফরিদ উদ্দিনের বাসার গেটের সামনেই মৃত্যুবরণ করেন। আহত বন্ধু মনোহারের সঙ্গে সোহাগ (২২) ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
৫। উক্ত ঘটনায় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র্যাব ও ছায়াতদন্ত শুরু করে। হত্যাকান্ড সংগঠনের পরপরই আসামীগন বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় উক্ত মামলার অন্যতম মূলহোতা রায়হান ওরফে রনি (৩১), পিতা-মোঃ মোখলেছ ও মোঃ সাজ্জাদ হোসেন (৩০)’ পিতা-মোঃ আজিজুর রহমান, উভয় সাং-মরুগ্রাম ডাঙ্গাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহীদ্বয় বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকে। র্যাবের আভিযানিক দল ও গোয়েন্দা শাখা প্রায় তিনটি স্থানে অভিযান চালিয়ে পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত্রী-০১.৩৫ ঘটিকায় র্যাব-৫, সদর কোম্পানী ও র্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্প র্যাবের যৌথ আভিযানিক দল উক্ত মামলার অন্যতম মোঃ সাজ্জাদ হোসেন (৩০), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-মরুগ্রাম ডাঙ্গাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী কে ঢাকার গাবতলী এলাকা হতে গ্রেফতার করেতে সক্ষম হয় এবং তার দেওয়া তথ্যমতে উক্ত মামলার অন্যতম মূলহোতা রায়হান ওরফে রনি (৩১), পিতা-মোঃ মোখলেছ, সাং-মরুগ্রাম ডাঙ্গাপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে ১৭ ফেব্রুয়ারী রাত্রী ০২.৪৫ ঘটিকায় ঢাকা জেলার জিরানী এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান অরফে রনি (৩১) ও মোঃ সাজ্জাদ হোসেন (৩০) উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
৬। উক্ত মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে র্যাব-৫ এর আভিযানিক দল তৎপর রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪০৯ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৪০৯ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪১৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৪১৪ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৪১৪ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪১৪ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে