বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় ভাতা ভোগীদের বিভিন্ন ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে তাদের ভাতার টাকা।
সমাজসেবা অফিস কতৃক বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীদের টাকা মোবাইল এ্যাকাউন্ট বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পাঠান হয়। এ ভাতার টাকা আসার সাথে সাথেই নজর লাগে প্রতারক চক্রের। শুরু হয় ফেক কলের মাধ্যমে কখনো বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, সম্প্রতি সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ভাতাভোগীদের কাছে পিন কিংবা ওটিপি নম্বর চাচ্ছে। কিন্তু বাস্তবিক ভাবে কোন পিন বা ওটিপি কোন অফিস চাইবে না। এছাড়া কম্পানিগুলো সব সময় নোটিফিকেশন দিচ্ছে ওটিপি বা পিন অন্য কারো কাছে শেয়ার করবেন না। কিন্তু সহজ সরল ভাতাভোগীদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী
তার ফেসবুক ওয়ালে সতর্কবার্তা হিসেবে জানান, প্রিয় বানারীপাড়াবাসী সম্মানিত সকল ভাতাভোগীদের উদ্দেশ্যে বলছি।ইদানিং কিছু দুস্কৃতিকারী, ফ্রড ব্যাক্তিরা সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ভাতাভোগীদের ফোন করে পিন নম্বর চাচ্ছে বা মেসেজ দিয়ে সেই ওটিপি নম্বর চাচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বানারীপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয় বা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের তথ্য জানতে চাইবে না। তাই আপনি বা আপনার আশেপাশের কাউকে যদি এরকম ফোন করে থাকে তাহলে আপনারা সাবধান থাকবেন এবং পিন নম্বর কাউকে দিবেন না।যদি পিন নম্বর দিয়ে থাকেন তবে পিন নম্বর নিজ দায়িত্বে পরিবর্তন করে ফেলবেন।প্রয়োজন হলে থানায় যোগাযোগ করুন।আর এজন্য কোন ধরনের সমস্যা হলে সমাজসেবা অফিস দ্বায়ী থাকবে না।
অতএব সকলে সর্তক হোন, অন্য সচেতন করুন। কখনো আপনার পিন নম্বর বা ওটিপি শেয়ার করবে না।