বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে জেলা পর্যায়ে বরিশাল জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় খেলা কাবাডিতে জেলা পর্যায়ে শক্তিশালী মুলাদি উপজেলাকে হারিয়ে বরিশাল জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌড়ব অর্জন করছে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন একটি গ্রামীণ জনপদের নাম। সেখানে রয়েছে অন্যতম বিদ্যাপিঠ সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। যেখানে লেখাপড়ার পাশাপাশি পিটি, নৈতিক শিক্ষা, খেলাধুলায় অন্যতম। প্রতিবছর জিপিএ ৫ সহ শতভাগ পাশ করার কৃতৃত্ব অর্জন করে আসছে বরাবরই।
উল্লেখ্য ৪৯ তম আসরে উপজেলা, জেলা, উপ আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। তবে এ বছর লক্ষ্য জাতীয় চ্যাম্পিয়ন। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। তবে এ পর্যায়ে পৌঁছার জন্য দক্ষ প্রশিক্ষক দরকার সাথে সাথে পৃষ্ঠপোষকতাও দরকার। গত বছর জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছতে আমাদের এক লক্ষ ৬৮ হাজার টাকা খরচ হয়েছিল তার মধ্যে আমরা মাত্র ৮১ হাজার টাকা সরকারি অনুদান পেয়েছিলাম বাকি টাকার যোগান দিতে বিদ্যালয়কে অনেক কষ্ট করতে হয়েছে। আশা করছি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কাবাডি টিম জাতীয় পর্যায়ে খেলতে সক্ষম হবে।
তাই বানারীপাড়া তথা সৈয়দকাঠীর শিক্ষা ও সাংস্কৃতিক ও খেলাধুলা প্রেমি বিত্তশালীরা স্কুলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসলে বরিশালের অন্যতম বিদ্যালয়ের মর্যাদা পেতে সময় লাগবে না।