বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকার মার্কার সমার্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় সৈয়দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টুর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুনের সঞ্চালনায় নৌকার মার্কার সমার্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বরিশাল ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আনিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর মেয়র ও বরিশাল জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আক্তার হোসন মোল্লা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটি আহব্বায়ক আব্দুল মন্নান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিঠু, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মৃধা, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা আনোয়ার হোসেন মৃধা, যুবলীগ নেতা তানভীর আহাম্মেদ বাবু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অংগসংগঠনে নেতৃবৃন্দ সহ সাধারণ জনগন।