বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তি ঘোষণা। ৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বানারীপাড়া প্রেস ক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মত বিনিময় সভায় প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোঘল সুমন সাফকাত বলেন প্রেসক্লাবের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন করে প্রেসক্লাব কমিটি গঠনের গুরুত্ব পরিলক্ষিত হয়। সে মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির প্রস্তাব দিলে প্রেসক্লাবের সহ সভাপতি ইলিয়াস শেখ সমর্থন জানান। উক্ত প্রস্তাব সমর্থন জানান নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, সহ সভাপতি জাহিন খালাসী, সহ সম্পাদক মাইদুল ইসলাম সফিকসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দদের সর্বসম্মতিক্রমে কমিটি বিলপ্তির প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে গনতান্ত্রিক উপায়ে বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হবে। যেখানে থাকবে সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা।
আশাকরা যায় দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি প্রকাশের মাধ্যমে মুক্ত ও স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা হবে। সমাজের অসংগতি, দুর্নীতির সংবাদ বাধাহীন ভাবে প্রকাশ করতে পারবে।