বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সৈয়দকাঠী ইউনিয়নে সংখ্যালঘুদের পাশে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
সারাদেশের ন্যায় বানারীপাড়ায়ও কাটেনি আতঙ্ক। সেই আতঙ্ক কাটাতেই বানারীপাড়া উপজেলাধীন সৈয়দকাঠী ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এ সময় তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইসলামী আন্দোলন সর্বক্ষণ পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়াও সরকারি স্থাপনা ও জানমালের ক্ষয়ক্ষতি না হয় তার দিকে সজাগ দৃষ্টি থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।
এ ভাবেই মানুষ মানুষের জন্য কাজ করে গেলে সমাজে ফিরে আসবে শান্তি, শৃঙ্খলা। সর্বপরি কাঁধে কাঁধ মিলিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।