বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন সৈয়দকাঠী মানব কল্যাণ যুব সংগঠন।
বানারীপাড়া উপজেলাধীন ৩ নং সৈয়দকাঠী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামের মিজান দোকন সংলগ্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর শুনে এলাকার লোকজনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সৈয়দকাঠী মানব কল্যাণ যুব সংগঠন।
সংগঠনের সদস্য জানান, ঘটনার শোনার সাথেসাথেই ১৫-২০ জন কর্মী নিয়ে ছুটে যাই ঘটনাস্থলে এবং জনসাধারনকে সাথে নিয়ে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনা হয়।
জানাগেছে এ সময় উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক শামীম হাসান সহ তিনজন কর্মী অসুস্থ হয়ে পড়েন, দুজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সকলেই সুস্থ আছেন, অসুস্থতা নিয়েও আজ সারারাত পাহারাদারের কাজ করেন সৈয়দকাঠী মানব কল্যাণ যুব সংগঠনের নেতা কর্মীগণ। ধন্যবাদ সকল সদস্যদের এবং এলাকার লোকজনকে।
এ সময় উপস্থিত ছিলেন, আরিফ আহমেদ, রুবেল হাওলাদার, সাগর খান, তানবির খান, নাজমুল ইসলাম, শাওন, ফাহাত প্রমুখ।