বরিশালের বানারীপাড়ায় কর্মবিরতি শেষ করে কর্মস্থলে যোগদান করল পুলিশ, সেবা পাবেন ২৪ ঘন্টা।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটসহ পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ বিভিন্ন দাবির কথা জানিয়ে বুধবার থেকে নিরাপত্তাহীনতা দাবি করে কর্মবিরতিতে যায় বাংলাদেশ পুলিশ বাহিনী। এতে ভেঙ্গে পরে দেশের নিরাপত্তা ব্যাবস্থা। বেড়ে যায় সহিংসতা, চুরি, ডাকাতির মত ঘটনা। অনেকেই ফিরে যায় অভিযোগ জানাতে এসে।
বিষয়টি পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় উপদেষ্টা এবং নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়ে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে বানারীপাড়া থানার পুলিশ কর্মকর্তাগন মানবসেবার ব্রত নিয়ে থানার কার্যক্রম শুরু করে।
বানারীপাড়া থানার কর্মকর্তারা জানান, বানারীপাড়া থানার স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি।
বানারীপাড়া স্থানীয়দের ভাস্যমতে, আইনের প্রতি শ্রোদ্ধা রেখে বানারীপাড়া থানা পুলিশকে সবাত্মক সহযোগীতা করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি উদাত্ত্ব আহবান। কর্মবিরতি শেষে বানারীপাড়ার জনসাধারনকে সেবা দিতে বানারীপাড়ার সর্বত্র পুলিশ আজ থেকে মাঠে থাকবে। পুনরায় ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মাইনুল ইসলামের নেতৃত্বে বানারীপাড়ার বিভিন্ন স্হানে মহড়া দেয় থানা পুলিশ। মানবিক পুলিশ হয়ে জনগনের জন্য কাজ করবে বলে আশাবাদী সুশীল সমাজ।