দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
ফলাফলে জানা যায় , অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নৌকা প্রতীক নিয়ে ৯৮ হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ঈগল প্রতীকে ৪৯ হাজার ৩শ ৪৮ ভোট পেয়েছেন। ৪৯ হাজার ২শ ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা পেয়েছে ৭০ হাজার ১শ ৯ ভোট। ঈগল পেয়েছে ৩৮ হাজার ১শ ৩০ ভোট। অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নৌকা পেয়েছে ২৮ হাজার ৪শ ৯৪ ভোট। ঈগল পেয়েছে ১১ হাজার ২শ ১৮ ভোট।
হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন। আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৫০ টি। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
১৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২২ দিন ২৮ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৫ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫৪ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে