যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এ উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে শরীর চর্চা প্রদর্শনী, মাকালকান্দি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদিপ দেবের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
এসময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের সন্তানদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
১৪ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
২২ দিন ২৩ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪৯ দিন ৫৫ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৪ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে