সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে রবিবার (১৪এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩০বাংলাকে বিদায় ও ১৪৩১বাংলা নববর্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমূখ।
এছাড়াও শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন কর্মকর্তা ও নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৪ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
২২ দিন ২৩ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৫ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪৯ দিন ৫৫ মিনিট আগে
৪৯ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৪ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে