কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।বুধবার(২ আগষ্ট)কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মো:শরিফ শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মোঃশরিফ এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: শাকিল আহমেদ আরও বক্তব্য রাখেন ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: বাদল মিয়া মেম্বার ৮নং ওয়ার্ড।শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মো: শরিফ বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের ১নং আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী সাপ্তাহে পাঁচ দিন ২০০ মিলি দুধের প্যাকেট পাবে।
এতে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি ও আনন্দিত।
৪১০ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৪২৪ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৬০ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৫১১ দিন ৫৫ মিনিট আগে