ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীকে ফাসানোর জন্য প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বিষ পানের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। জানা গেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রবাসী আবুল হোসেনের স্ত্রী কোহিনুর আক্তার একই এলাকার শামছুল হকের ছেলে ব্যবসায়ী মফিজ উদ্দিন ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে বিষ পান করে এবং মফিজ উদ্দিনের বাড়ির পাশে গিয়ে তিনি বিষ পান করেছেন বলে উপস্থিত মহিলাদের জানান। পরে উপস্থিত লোকজন কোহিনুর আক্তারকে মফিজ উদ্দিনের বাড়ির উঠানে শুইয়ে বমি করানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যেই কোহিনুরের আত্মীয় স্বজন এসে কোহিনুরকে সেখান থেকে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর পরই ঘটনা মোড় নেয় অন্য দিকে। বিভিন্ন ভাবে ব্যবসায়ী মফিজ উদ্দিনকে ফাসানোর পায়তারা করতে থাকে কোহিনুর এবং তার আত্মীয় স্বজন। এ ঘটনায় এলাকায় নিন্দায় ঝড় বইছে। প্রত্যক্ষদর্শী আফিয়া এবং পারভিন বলেন, আমরা সকালে দেখেছি কোহিনুর আক্তার তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ির দিকে যাচ্ছে। দুপুরের দিকে দেখলাম খুব ক্লান্ত হয়ে আবার ফিরছে এবং পুকুর পাড়ে বমি করেছে পরে মফিজ উদ্দিনের বাড়ির উত্তর পাশে বসে আছে এবং তার শরির ঘেমে গেছে তাকে অসুস্থ্য দেখে জানতে চাইলাম তার কি হয়েছে জবাবে সে বললো বিষ খেয়েছে পরে আমরা পার্শবর্তি মফিজ উদ্দিনের বাড়ির উঠানো নিয়ে তাকে বমি করানোর চেষ্টা করি কিছুক্ষনের মধ্যেই তার আত্মীয় স্বজন এসে তাকে নিয়ে যায়। এর বাইরে আর কিছু ঘটেনি অথচ তারা বলছে মফিজ উদ্দিন এবং তার ছেলে নাকি তাকে জোর পূর্বক বিষ খাইয়েছে। এমন মিথ্যা অভিযোগ তারা কেমনে করলো? মফিজ উদ্দিন বলেন, কোহিনুর যখন বিষ পান করে আমাদের বাড়ির পাশে এসে অসুস্থ হয় তখন আমি গিলার চালা বাজারে আমার দোকানে ছিলাম আমি এ ঘটনার কিছুই অবগত নয়, পরে শুনেছি। অথচ তারা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমাকে ফাসানোর জন্যই এমন নাটক সাজানো হয়েছে। আমি এমন জঘন্য ঘটনার নিন্দা জানাই এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
৫৫৯ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৬১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৭৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬০০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬২০ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে