মোঃ নাজমুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চুর চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (০১সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ীর স্কয়ার মাস্টারবাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ তারাকান্দার কাশিগঞ্জ কোদালিয়া চরপাড়া এলাকার শফিকুল ইসলাম রিপনের ছেলে খাদেমুল ইসলাম শাওন (২৭), নান্দাইলের রসুলপুর বাণিজ্য বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩০)।
দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানায়, গত বৃহস্পতিবার থানা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। সেই সূত্র ধরে এস আই আবুল কালাম আজাদের নেতৃত্ত্বে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে শুক্রবার রাতে চোর চক্রের খাদেমুল ইসলাম ও আরিফ নামে দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।#
৫৫৭ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৫৯ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৭৪ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৯১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৯১ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৯৮ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬১৮ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে