ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও কামারিয়া বড়চালা থেকে গতকাল তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় এসআই রেজাউল ও এসআই মাহবুব অর রশিদ ৩৫৫ পিস ইয়াবা সহ মাধক সেবী ও মাদক ব্যবসায়ীদের হাতেনাতে ধরে আটক করে জিজ্ঞাসাবাধ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ ময়মনসিংহ কোর্টে চালান দেন।
এ সময় রিয়াদের কাছ থেকে ৩৫ পিস, সাবিনার কাছ থেকে ১৬৫ পিস ও কাউসারের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
আটককৃতরা হলেন, কাচিনা কামারিয়া বড়চালার আঃ বাছেদের ছেলে রিয়াদ হাসান(১৬), একই এলাকার আমির হোসেনের মেয়ে সাবিনা(১৫) এবং ভরাডোবা ভাটগাঁও এলাকার আঃ মান্নান এর ছেলে কাউসার (২৪) ও আরও একজন জনি নামে পলাতক রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক) /৪১এ মামলা করা হয়েছে যার নং- ৪৭(১২)২২। আসামীদের কোর্টে চালান দেয়া হয়েছে। এবং পলাতক একজনকে এরেস্ট করার প্রচেষ্টা চলছে।
৫৫৯ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৬১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৭৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬০০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬২০ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে