ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার উপজেলার জামিরা পাড়া এস এম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার ১০ই জানুয়ারি ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ও শিক্ষার্থী মামলাটি করেন।
শিক্ষার্থীর পরিবার ও মামলা সূত্রে জানা যায় , বিভিন্ন মোবাইল থেকে ঐ ছাত্রীর সাথে একেক সময় কথা বলতো অজ্ঞত এক যুবক।এক পর্যায়ে তাদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।এ দিকে বিয়ের প্রলোভনে গত রোববার ৮ জানুয়ারি সকালে মোবাইল ফোনে ঐ ছাত্রীকে রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া মোড়ে ডেকে নেয় এবং বেলা সাড়ে এগারোটার দিকে সিএনজি যুগে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ এবং গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থানে ঘুরিয়ে পরে রাতে রাজৈ ইউনিয়নের কাইচান-চান্দাব গ্ৰামের সীমান্তে একটি খোলা মাঠে মুখ বেঁধে চার বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষন করে।পরে, ভোররাতে ঐ ছাত্রীকে তারা বোর্ড বাজার মোড়ে ফেলে রেখে যায়।ঐ ঘটনা শিক্ষার নির্যাতিত শিক্ষার্থী অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,ঐ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে । ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫৫৯ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৬১ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৭৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬০০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬২০ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে