ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় অগ্রগামী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার ১নং উথুরা ইউনিয়নের নারাঙ্গী ও মরচী দাখিল মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে তিন শতাধিক অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তরুন শিল্পপতি,সুপ্তি সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক,গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান,বিশিষ্ট দানবীর মোস্তাফিজুর রহমান মামুন।
সোমবার বিকেলে অগ্রগামী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কবি লেখক ও শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খান জানান,আজ উথুরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শেষ হলো নিজ হাতে গড়া "অগ্রগামী উন্নয়ন সংস্থা (এডিএস) এ বছরের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান।
উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী ও মরচী দাখিল মাদ্রাসার মাঠে তিন শতাধিক ছিন্নমুল অসহায় দুস্থ মানুষের মাঝে ভাল মানের শীতের (সোয়েটার) উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,অগ্রগামী উন্নয়ন সংস্থার সম্মানিত দাতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন নিজস্ব অর্থায়নে এ বছর ৪ দফায় অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে ভালুকায় মোট ১২০০ শতাধিক মানুষকে কম্বলসহ শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করেছেন।এই দানবীর তরুন সমাজসেবক মোস্তাফিজুর রহমান মামুন ভালুকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় অর্থসহায়তা সহ গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করে আসছেন বছরের পর বছর ধরে। আমরা তাঁর সাথে কাজ করে আনন্দিত ওনার মতো উদার সাদা মনের মানুষকে দাতা হিসেবে পেয়ে কৃতজ্ঞত।
৫৫৯ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৬১ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৭৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬০০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৬২০ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে